Alexa নাচলেন আর দর্শকদের নাচালেন ক্যাটরিনা

বিপিএল উদ্বোধনী

নাচলেন আর দর্শকদের নাচালেন ক্যাটরিনা

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:৩১ ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২২:৩২ ৮ ডিসেম্বর ২০১৯

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নিজের রূপ ও নাচ দিয়ে মুগ্ধ করলেন ঢাকার দর্শকদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের আসর আকর্ষণীয় করতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুষ্ঠানের নিজের নাচে সবাইকে মুগ্ধ করলেন এ অভিনেত্রী। 

নীল পরীর মতো সেজে রাজকীয় চেয়ারে মঞ্চে এসে অদিতি সিং শর্মার গাওয়া ধুম মাচালে ধুম গানে নাচলেন আর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের নাচালেন ক্যাটরিনা কাইফ। এরপর নাচলেন নেহা কাক্কারের কালা চশমা গানে। এসময় দর্শকরাও কোমর দোলাতে থাকেন ক্যাটরিনার সঙ্গে। রেশ কাটতে না কাটতেই টাইগার জিন্দা হ্যায় ছবির সোয়াগ সে সোয়াগাত গানের সঙ্গে নেচে দর্শকদের নাচিয়ে গেলেন ক্যাটরিনা। 

মঞ্চে প্রবেশ করছেন ক্যাটরিনাএর আগে গান গেয়ে শোনান, ভারতের কৈলাশ খের, সনু নিগাম, বাংলাদেশের পাওয়ার ভয়েজ খ্যাত রেশমি মির্জা, জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস। অনুষ্ঠানে সুরের ছন্দে নাচবেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। তাদের পারফরম্যান্সের মাধ্যমেই শেষ হবে এবারের বিপিএলের জমকালো অনুষ্ঠান।

ডেইলি বাংলাদেশ/এএল