Alexa নাচতে গিয়ে পড়ে গেলেন নেহা

নাচতে গিয়ে পড়ে গেলেন নেহা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৩ ১২ নভেম্বর ২০১৯  

নেহা কাক্কার

নেহা কাক্কার

সম্প্রতি শুরু হয়েছে ভারতের জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১১ তম সিজন। এ আয়োজনে এবারো বিচারকের আসনে রয়েছেন গায়িকা নেহা কাক্কার। এবারের আসরে একটি পর্বে মঞ্চে গানের সঙ্গে নাচতে গিয়ে পড়ে যান নেহা।

ইন্ডিয়ান আইডলের এর আগের সিজনে মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে গান গাইতে দেখা যায় নেহাকে। এমনকি নাচেনও মাঝেমধ্যে। তেমনই নেহা একটি গানে অনুষ্ঠানের সঞ্চালক তথা সঙ্গীতশিল্পী আদিত্য নারায়ণের সঙ্গে তাল মেলান। গান শুনতে শুনতে নেহা এতোটাই উত্তেজিত হয়ে পড়েন যে স্টেজে চলে আসেন আদিত্যের সঙ্গে নাচতে। এরপর স্টেজের মধ্যে নাচতে নাচতে পড়ে যান  নেহা। যদিও কোনো রকমে রক্ষা পান তিনি। 

এবারের ইন্ডিয়ান আইডলের আসরের প্রথমদিন থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না নেহার। কদিন আগেই মঞ্চেই এক প্রতিযোগী ভক্ত হঠাৎই নেহার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রীতিমতো জোর করেই গায়িকার গালে চুমু খান। ঘটনাটি ঘটে অডিশন রাউন্ডেই। নেহা যে এর জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তা তার মুখের অভিব্যক্তিতেই বোঝা গেছে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল।

ডেইলি বাংলাদেশ/এনএ