Alexa নাইজার সীমান্তে হামলায় মালির ২৪ সেনা নিহত

নাইজার সীমান্তে হামলায় মালির ২৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩২ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৫২ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় ২৪ সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ২৯ জন।

সোমবার দেশটির গাও অঞ্চলের তাবানকোর্ট সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স'র 

সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, হামলায় জঙ্গিদের ১৭ জন নিহত ও ১০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আক্রমণকারীদের নাম বা তারা কোন গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি।

এর আগে, চলতি মাসের প্রথমদিকে হামলায় মালি সেনাবাহিনীর ৫৪ জন সেনা নিহত হন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ