Alexa ‘নাইক্ষ্যংছড়িতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা’

‘নাইক্ষ্যংছড়িতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা’

বান্দরবান প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪১ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৪২ ২০ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি অভিভূত। এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার।

রোববার সকালে বান্দরবানের নাইক্ষংছড়ির উপবন লেক, সোনাইছড়ির বিভিন্ন দর্শনীয় স্পট পরির্দশনে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নাইক্ষংছড়ির পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি, শিগগিরই এখানে দেশ-বিদেশের দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হবে।

এ সময় উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম কৃষ্ণ দাশ, বান্দরবানের এডিশনাল এসপি মুহাম্মদ আলী হোসেন, নাইক্ষ্যংছড়ির চেয়ারম্যান মো. শফিউল্লাহ, ইউএনও সাদিয়া আফরিন কচি প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর