নরসিংদীতে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৪ ২৬ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
ঢাকা-কিশোরগঞ্জ সড়কে নরসিংদীর মনোহরদীতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। রোববার সকালে উপজেলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া মনোহরদীর বড়চাপা ইউপির নোয়ানগর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। আহত মুকুল মিয়া একই গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রফিক ও মুকুল মোটরসাইকেল যোগে মনোহরদী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম