নরসিংদীতে চুরি হওয়া সিএনজিসহ আটক ২
নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:২২ ১১ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
নরসিংদীর পলাশে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় চুরি হওয়া দুটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- শিবপুরের কবির আহমেদ, পলাশের কামরুল হাসান।
শুক্রবার রাতে পলাশ থানার ভাগ্যের পাড়া থেকে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এ সময় দুটি সিএনজি, ১৮৫টি লিখিত স্ট্যাম্প, ১৪০টি খালি স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের পাঁচটি খালি চেকের পাতা, চারটি গাড়ির ভুয়া রেজিস্ট্রেশনের কাগজ, দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দেশের বিভিন্ন থেকে সিএনজি চুরির পর ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ভুয়া নম্বরপ্লেট ও রেজিস্ট্রেশন নম্বর তৈরি করে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করছে। তাদের বিরুদ্ধে মামলা করে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর