Alexa নরসিংদীতে গুঁড়িয়ে দেয়া হলো দুই ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে গুঁড়িয়ে দেয়া হলো দুই ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৯ ৭ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

নরসিংদীর বেলাবো উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। সে সঙ্গে দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অবৈধ ইটভাটা গুলো হলো, বেলাব উপজেলার সররাবাদ  ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম তানভির এর মেসার্স এম টি বি ব্রিক ও একই উপজেলার আমানুল্লাহর ফেভারিট ব্রিকস। উভয় ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড় পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা ও ইটভাটা ভেঙে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান জানায়,  ইটভাটাটির আশপাশে ফসলি জমি, স্কুল বাড়িঘর থাকায় পরিবেশ ছাড়পত্র দেয়া যাবে না বলে তাদের চিঠি দিয়ে জানিয়ে দেয়ার পরও তারা এ বছর ভাটা চালু করেছে, তাই এই অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। এই ধরনের অভিযান নরসিংদী অঞ্চলে অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের উপ পরিচালক, হাফিজুর রহমান, নরসিংদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাকির হোসেন, মহসিন প্রধান। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ