Alexa নববধূর সঙ্গে নাচে ঝড় তুলল কুকুর! (ভিডিও)

নববধূর সঙ্গে নাচে ঝড় তুলল কুকুর! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১২ ২৯ জুন ২০১৯   আপডেট: ১৬:২৫ ২৯ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারা কারসন ডিভাইন নামে এক নববধূর সঙ্গে তার প্রশিক্ষিত কুকুরটির নাচের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখেরও বেশিবার।  

আয়োজিত নাচ-গানের ভিডিওটিতে দেখা যায়, জনপ্রিয়  বেশ কয়েকটি গানের তালে তালে নাচছেন নববধূ সারা কারসন ডিভাইন। আর তার কুকুরটিও (কলি) একই ভঙ্গিমায় নাচ করছে। যেন নববধূর সঙ্গে নাচে ঝড় তুলল কুকুর।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সাত বছর বয়সী কুকুর কলিকে নিয়ে সারা ‘যুক্তরাষ্ট্রে গট ট্যালেন্ট-২০১৯’ প্রতিযোগিতায় অংশ নিয়েও নেচেছিলেন।

ভিডিওটির কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, আপনার সঙ্গে একজন হিরো মতোই কুকুরটি নাচতে সক্ষম হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে