Alexa নতুন ‘হুজুগ’

নতুন ‘হুজুগ’

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:০৭ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিত্য নতুন হুজুগে মাততে জুড়ি নেই তারকাদের। কখনো আইস বাকেট চ্যালেঞ্জ তো কখনো বটল ক্যাপ চ্যালেঞ্জ। এখন নতুন ট্রেন্ড ‘হোয়াটস ইন ইয়োর ডাব্বা চ্যালেঞ্জ।’ যেখানে সেলিব্রেটিরা তাদের পছন্দের খাবার, যেটি আবার স্বাস্থ্যসম্মতও হবে, তা পোস্ট করবেন। তার সঙ্গে রেসিপিটিও জানাতে হবে।

এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন টুইঙ্কেল খন্না। তিনি মনোনীত করেছিলেন অক্ষয় কুমার, মালাইকা অরোরা, সোনালি বেন্দ্রেকে। এভাবে ক্রমশ চ্যালেঞ্জ ছড়াতে থাকে। অক্ষয় নমিনেট করেছেন ক্যাটরিনা কাইফকে। যিনি তার ইডলি খাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কীভাবে সেটিকে তিনি সুস্বাদু এবং পুষ্টিকর করে নিয়েছেন। 

অক্ষয়ও অ্যাভোকাডো অন টোস্টের রেসিপি শেয়ার করেছেন। চ্যালেঞ্জ গিয়েছে ভূমি পেডনেকর, ক্রিকেটার শিখর ধওয়নের কাছেও। হুজুগ হলেও, এই ফাঁকে সেলিব্রেটিদের রসনাতৃপ্তির হদিশ পাওয়া যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস