Alexa নতুন চমক নিয়ে আসলেন অপু বিশ্বাস

নতুন চমক নিয়ে আসলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১৬ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১২:১৯ ১০ ডিসেম্বর ২০১৯

অপু বিশ্বাস

অপু বিশ্বাস

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাই এবার নতুন চমক নিয়ে আসলেন তিনি। ‘এপি‌জে ফ্লোর’ না‌মে নতুন একটি প্রতিষ্ঠান নি‌য়ে হা‌জির হ‌য়েছেন হালের এই নায়িকা। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অপুর নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। যেখানে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে।

এপিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চাইছেন অপু।

তিনি বলেন, এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, অপু বিশ্বাসসহ আরো অনেকে।

ডেইলি বাংলাদেশ/টিএএস