Alexa নগদ টাকা নিচ্ছে না ভিক্ষুকরা, লেনদেন অ্যাপের মাধ্যমে!

নগদ টাকা নিচ্ছে না ভিক্ষুকরা, লেনদেন অ্যাপের মাধ্যমে!

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:০৪ ২৭ জুলাই ২০১৯   আপডেট: ১০:৫১ ২৭ জুলাই ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানুষের মনোযোগ কাড়তে কিংবা আয় বাড়াতে কতো কিছুই না করেন ভিক্ষুকরা। এবার প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারাও বেছে নিয়েছে ক্যাশলেস লেনদেনের। ভিক্ষা নিচ্ছেন পেটিএমের মতো অ্যাপের মাধ্যমে!

জানা গেছে যে, চীনা ভিখারিরা নাকি নগদ টাকায় ভিক্ষা নিচ্ছেন না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছেন তারাও! অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে চীনা ভিখারিদের ভিক্ষা নেয়ার এই নয়া পন্থাটি। যে ভিক্ষাবৃত্তি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও আলোচনাতে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ভিক্ষুকরা গলায় নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ ঝুলিয়ে রেখেছে। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছে অনুযায়ী অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন ভিক্ষাদাতারা। এক্ষেত্রে পোহাতে হচ্ছে না কোনো নগদের ঝামেলা। সেইসঙ্গে চটজলদি লেনদেনও হয়ে যাচ্ছে।

নগদহীন লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশেও যেমন আইপে, ইউপে’র মতো অ্যাপগুলোর ব্যবহার হয়ে থাকে। ঠিক তেমনই চীনা ভিক্ষুকরা ব্যবহার করছেন আলিবাবা সংস্থার তৈরি আলি পে অ্যাপটি। অনেকেই আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেটও।

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics