Alexa নকলায় গাঁজাসেবীর কারাদণ্ড

নকলায় গাঁজাসেবীর কারাদণ্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:০৭ ২২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় এ রায় দেন নকলার ইউএনও জাহিদুর রহমান। দণ্ডিত মো. আজাদ মিয়া নকলা পৌরসভার চরকৈয়ার আলকাছ আলীর ছেলে। 

ইউএনও জাহিদুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১৪৫ গ্রাম গাঁজাসহ আজাদকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

তিনি আরো জানান, মাদককে কোনো ক্রমেই বরদাস্ত করা হবে না। এ জন্য সবার সহযোগিতা চাই। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ