ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৩৭ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়েছে বিরাট কোহলির ভারত। সাদা পোশাকের ক্রিকেটে এটি ভারতের টানা ষষ্ঠ জয়। তিনদিনের মধ্যেই ম্যাচটি জিতে নিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে বিরাট কোহলির নেতৃত্বে দশম বারের মতো ইনিংস ব্যবধানে জয় পেলো ভারত।
ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে ৯ বার ইনিংস ব্যবধানে জয় পেয়েছিলো ভারত। দশম ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়ে ধোনিকে টপকে গেলেন কোহলি।
এই তালিকার পরের দুই স্থানে আছেন আজহার উদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি। আজহারের অধীনে ৮টি এবং সৌরভ গাঙ্গুলির অধীনে ৭টি ইনিংস ব্যবধানে জিতেছিলো ভারত।
ইন্দোর টেস্টের প্রথম দিনেই বাংলাদেশকে ১৫০ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে তারা। ৩৪৩ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। মুশফিকের ৬৪ রান করলেও অন্যদের ব্যর্থতায় ২১৩ রানে অলআউট হয় মুমিনুল হকরা। ম্যাচে ৫৮ রান খরচায় ৭ উইকেট নেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
ডেইলি বাংলাদেশ/এম