Alexa ধোঁয়ায় আচ্ছন্ন গোটা সিডনি শহর

ধোঁয়ায় আচ্ছন্ন গোটা সিডনি শহর

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৬ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:২৩ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে চলমান ভয়াবহ দাবানলের তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা সিডনি শহর।

মঙ্গলবার সকালে সিডনির লোকজন ঘুম ভাঙ্গার পর এ দৃশ্য দেখতে পায়। নিউ সাউথ ওয়েলসের পুরো অঞ্চলজুড়ে কয়েক’শ দাবানলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তীব্র দাবানলের ফলে শহরের বায়ু দূষণও বেড়ে গিয়েছে কয়েকগুণ।

স্থানীয় জনগণ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরটির ধোঁয়ার ও দুর্গন্ধের বর্ণনা দিয়েছে। 

নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে প্রায় পঞ্চাশ লাখ মানুষ বাস করেন, যারা গত কয়েক সপ্তাহ ধরে দাবানলের ফলে সৃষ্ট সমস্যাগুলোতে ভুগছেন।

অক্টোবরে শুরু হওয়া এই দাবানলে রাজ্যটির উত্তরাঞ্চলের ছয়জন মারা গিয়েছেন, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।   

মঙ্গলবার সিডনির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (৯৮.৬ ফারেনহাইট) পৌঁছে। তখন স্থানীয় বাসিন্দাদের দাবানলের গুরুতর আশঙ্কা সম্পর্কে সচেতন করা হয়।

শহরের অংশগুলোতে বায়ু দূষণের মাত্রা বেশ বেড়ে গিয়েছে। বায়ু দূষণের মানদণ্ডের তুলনায় আটগুন বেশি বেড়ে গিয়ে রেকর্ড তৈরী হয়েছে। 

স্বাস্থ্য কর্মকর্তারা লোকজনকে তাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া যাদের হাঁপানি সংক্রান্ত রোগ আছে তাদের এবং শ্বাসকষ্টজনিত অবস্থায় কি প্রাথমিক চিকিৎসা দেয়া যায় সে সম্পর্কে বিশদ তথ্য সবার সঙ্গে ভাগ করেছেন। 

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস এক সতর্ক বার্তায় জানিয়েছে, ‘শহরে আগামী কয়েকদিন এই ধোঁয়াশা অবস্থা অব্যাহত থাকবে।’ 

ডেইলি বাংলাদেশ/মাহাদী