Alexa ‘ধারাবাহিকতাই প্রমাণ করে প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী’

‘ধারাবাহিকতাই প্রমাণ করে প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৬ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:০৯ ২৪ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

‘ধারাবাহিকতাই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

শুক্রবার বিকেলে ত্রিশালের ধানীখোলা ঝাইয়ারপাড় ফাজিল মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি রুহুল আমিন মাদানী  এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সারাদেশের ন্যায় ত্রিশালেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ইসহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়াতুল মুদাররেসিন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা ড. ইদ্রিস আলী খান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/জেডআর