ধানক্ষেতে পাখির বাসা, কৃষকের মহানুভবতায় দেশবাসী বিস্মিত
সোশ্যালমিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৩২ ৬ মে ২০২০

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
পুরো মাঠ খাঁ খাঁ করছে। ধান ঘরে তুলেছেন কৃষক। কিন্তু পুরো মাঠের একপাশে একগুচ্ছ ধানগাছ আগের মতোই রয়ে গেছে। সেখানে দেখা গেল, একটি পাখির বাসা এবং তাতে ছয়টি ডিম!
রাজবাড়ী জেলার দক্ষিণ খাল পাড়ের কৃষক মাইন উদ্দিনের ধানক্ষেতের চিত্র এটি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির মাধ্যমে তার নতুন এক পরিচয় উঠে এসেছে।
জানা গেছে, ওই কৃষক ধান কাটতে গিয়ে একগুচ্ছ ধানের ভেতর পাখির বাসা দেখতে পান। শুধু তাই নয় ওই বাসায় ছয়টি ডিমও ছিল। পাখির বাসাটি দেখে তার মায়া হয় এবং তিনি ওই অংশের ধান গাছগুলো না কেটে রেখে দেন।
সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশের পরই শুরু হয় কমেন্ট ঝড়। কারো মতে পাখির ডিমগুলো রক্ষা করে তিনি ছয়টি পাখির নতুন জীবনের সুযোগ তৈরি করে দিলেন। আবার কেউ ওই কৃষকের মহানুভবতার প্রশংসা করে বলেন, কৃষক ভাইটির জন্য রইলো মনের গভীর থেকে ভালোবাসা।
ডেইলি বাংলাদেশ/জেএস