Alexa ধনবাড়ীতে খাদে বাস, আহত ৩৫

ধনবাড়ীতে খাদে বাস, আহত ৩৫

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৫ ১২ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গালের ধনবাড়ী উপজেলায় বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ৩৫ যাত্রী। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের বাস সমতকুড় নামক স্থানে খাদে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা মধুপুর, টাঙ্গাইল ও ঢাকার যাত্রী ছিলেন।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ীর সমতকুড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৫ যাত্রী আহত হন। পরে স্থানীয় ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, এর আগেও একই সড়কে বিনিময় পরিবহনের বাস চেরাভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে খাদে পড়ে হতাহত হন অনেকেই। 

ডেইলি বাংলাদেশ/আরএম