Alexa দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর দাবি পাবনাবাসীর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর দাবি পাবনাবাসীর

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০১ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আরিচা-পাবনার কাজিরহাটকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা-যমুনা বহুমুখী সেতুর বাস্তবায়নের দাবিতে ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে পাবনাবাসী। এটি দেশের সবচেয়ে বড় মানববন্ধন বলে দাবি আয়োজকদের। 

পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বেড়া উপজেলার কাজিরহাট থেকে ঈশ্বরদী ও সদর উপজেলার টেবুনিয়া থেকে ফরিদপুর উপজেলার ডেমরা পর্যন্ত হয়।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন

এ সময় সড়কের দুই পাশে চাকরিজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস জানান, পাবনাবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে যাতায়াতে ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। পাবনায় নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর