Alexa দ্বিতীয় দিন শেষে ২০৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

দ্বিতীয় দিন শেষে ২০৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৫৩ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের চেয়ে ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ডে। বে ওভালে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৫৩ রান তোলে ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড আগের দিনের ৪ উইকেটে ২৪১ রানে আজ ব্যাটিং শুরু করে। কিউই বোলারদের তোপে আজ বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩৫৩ রান তোলে ইংলিশরা।

সর্বোচ্চ ৯১ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। এছাড়া জো ডেনলি ৭৪ ও ররি বার্নস করেন ৫২ রান। ৩২ ওভারে ৮৮ রান খরচায় ৪ উইকেট নেন টিম সাউদি। নেইল ওয়াগনার ৩টি ও গ্রান্ডহোম নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতকে ৪ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ৮৫ বলে ৫১ রান করে ফিরে যান উইলিয়ামসন। হেনরি নিকোলস ২৬ ও বিজে ওয়াটলিং ৬ রানে অপরাজিত আছেন। ১০ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন স্যাম কারান।

ইংল্যান্ডের চেয়ে ২০৯ রানে পিছিয়ে আগামীকাল আবারো ব্যাটিংয়ে নামবে কিউরা। হাতে আছে ৬ উইকেট।

ডেইলি বাংলাদেশ/এম