Alexa দোকানে মিলল ইলেকট্রিক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

দোকানে মিলল ইলেকট্রিক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২২ ২৫ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে সাঈদুর রহমান খান নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বহুরিয়া বাজারের একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাঈদুর উপজেলার বহুরিয়া ইউপির খানপাড়া গ্রামের সাদেকুর রহমান খানের ছেলে। তিনি ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।

মির্জাপুর থানার এসআই হারিছুল হক বলেন, বৃহস্পতিবার সকালে সাঈদুর বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান মেলেনি। শুক্রবার সকালে নিহতের চাচাতো ভাই এমারত হোসেন খান দোকানের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্বজনদের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

এসআই হারিছুল আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর