Alexa দোকানের সামনে থাকা নারীকে চাপা দিলো ট্রাক

দোকানের সামনে থাকা নারীকে চাপা দিলো ট্রাক

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৫ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:৪৯ ১৬ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, সিরাজগঞ্জ থেকে একটি বাস নলকা এলাকার মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরো এক ব্যক্তি। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম