Alexa দেড় কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্ট গার্ড

দেড় কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:২৬ ২১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় আট লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলেছে কোস্ট গার্ড। এসব জালের দাম আনুমানিক দেড় কোটি টাকা।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদরের ইলিশা জংশন বাজার, পন্ডিতের হাটে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোন।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জংশন বাজার ও পন্ডিতের হাটে অভিযান চালিয়ে আট লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো মেঘনা নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।

ডেইলি বাংলাদেশ/এআর