Alexa দেশে ফোরজি গ্রাহকের সংখ্যা কত জানেন?

দেশে ফোরজি গ্রাহকের সংখ্যা কত জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৫৯ ২১ মে ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ফোরজি চালুর ১৫ মাসে গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটির বেশি। অথচ এবছরের প্রথম সাড়ে ৪ মাসে ফোরজি সংযোগের উলম্ফন হয়েছে। এই সময়ে প্রায় ১ কোটি সংযোগ পেয়েছে অপারেটরগুলো।

বিটিআরসি সর্বশেষ হিসাব (২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত) মতে, দেশে ফোরজি সংযোগ এক কোটি ১৭ লাখের একটু বেশি। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি দেশে ফোরজি চালু হয়। আর এই হিসেবে দেখা যায় ২০১৯ সালের জানুয়ারি হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সংযোগ বেড়েছে ৯৮ লাখ। যেখানে জিপির এপ্রিল-মে সময়ের সংযোগ বৃদ্ধির সংখ্যা যোগ নেই।

এপ্রিলের শুরুতে গ্রামীণফোন ফোরজিতে ১ কোটি সংযোগের মাইলফলক স্পর্শের ঘোষণা দেয়। রবি ৫৫ লাখ ফোরজি সংযোগের ঘোষণা দিয়েছিল সেই ২০১৮ সালের নভেম্বরে। অপারেটরটি বলছে এই সংযোগ এখন তাদের ৮০ লাখের মতো। অন্যদিকে ২০১৮ সালের শেষের দিকে বাংলালিংকের ফোরজি সংযোগ ছিল ১২ লাখের কিছু বেশি। অপারেটরটি বলছে তাদের এটি ৩৫ লাখে পৌঁছেছে। আর তিন অপারেটরের মোট হিসাবে এখন ফোরজি সংযোগ দাঁড়াচ্ছে ২ কোটি ১৫ লাখ।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ফোনের কার্যকারি সংযোগ আছে ১৫ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার। এর মধ্যে থ্রিজি সংযোগ ছয় কোটি ৩৫ লাখ।

ডেইলি বাংলাদেশ/এনকে