Alexa দেরিতে আসায় ম্যাডোনার বিরুদ্ধে ভক্তের মামলা!

দেরিতে আসায় ম্যাডোনার বিরুদ্ধে ভক্তের মামলা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০৬ ১৩ নভেম্বর ২০১৯  

ম্যাডোনা

ম্যাডোনা

অনুষ্ঠানে সময়মতো উপস্থিত না থাকার কারণে ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেছেন এক ভক্ত। অনুষ্ঠান দেরিতে শুরু হবে এমন খবর পাওয়ার পর প্রথমে আয়োজকদের কাছে টিকিটের টাকা ফেরত চান সেই ভক্ত। কিন্তু এতে কাজ না হওয়ায় বাধ্য হয়েই আদালতে ক্ষতিপূরণের মামলা করেন ওই ব্যক্তি।

জানা গেছে, অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাত সাড়ে আটটায়। কিন্তু ঘোষণা আসে রাত সাড়ে দশটায় আসরে আসবেন ম্যাডোনা। অনুষ্ঠান শেষ হবে রাত একটায়। সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙে সেই ভক্তের।

তার যুক্তি, পরের দিন তার অফিস আছে। তিনি এতক্ষণ থাকতে পারবেন না। সুতরাং, তার টিকিটের দাম যেন ফেরত দেয়া হয়। 

আয়োজক তার আবেদনে সাড়া না দিলে এরপরেই তিনি মামলা করেন আদালতে। মামলায় তিনি জানান, এক হাজার চব্বিশ আমেরিকার ডলারে তিনটি টিকিট কেটেছিলেন। সময় বদলানোয় তিনি টিকিট তিনটি বিক্রিরও চেষ্টা করেন। কিন্তু দাম কমে যাওয়ায় সেটাও সম্ভব হয়নি। এরপরেই ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।

ডেইলি বাংলাদেশ/টিএএস