Alexa দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে গণশুনানি করবে দুদক

দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে গণশুনানি করবে দুদক

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৮ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:১৫ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্নীতি প্রতিরোধ করতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুদক মাঠপর্যায়ে গণশুনানির আয়োজন করছে বলে জানিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) এফ এম আমিনুল ইসলাম। 

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে মনিটরিং কার্যকর করতে হবে। আমাদের উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতি প্রতিরোধে তাৎক্ষণিক সমাধান দেয়ায়ও আমাদের লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

দুদক কমিশনার বলেন, আমাদের উদ্দেশ্য মাঠপর্যায়ে প্রতিষ্ঠান কেমন চলছে এবং একই সঙ্গে সেবাপ্রার্থীরা কেমন সেবা পাচ্ছেন তা যাচাই করা। সেবার নামে গ্রাহক হয়রানি বন্ধ করাও গণশুনানির লক্ষ্য।

তিনি আরো বলেন, ২০০৭ সাল থেকে দুদক কার্যকর ভূমিকা পালন করে আসছে। দুদক দুর্নীতি প্রতিরোধ, প্রতিকারমূলক বিষয়গুলো দেখে। 

গণশুনানিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, বন্দরের উৎপাদনশীলতা বেড়েছে। কমেছে পণ্য পরিবহন খরচ। লয়েডস রেজিস্টারে ৬ ধাপ এগিয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, ইয়ার্ডের সম্প্রসারণ হচ্ছে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনসচেতনতা সৃষ্টিতে গণশুনানির বিকল্প নেই। সেবাগ্রহীতারা অনেক সময় বঞ্চিত হচ্ছেন। আমরা পরামর্শ পেলে ব্যবস্থা নেব। 

দুদকের চট্টগ্রামের পরিচালক মাহবুব হাসান বলেন, গণশুনানি হচ্ছে সেবাগ্রহীতা ও দাতার মধ্যে মেলবন্ধন তৈরি করা।

এ সময় উপস্থিত ছিলেন- দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/আরএম