Alexa দুর্নীতি প্রতিরোধের সভাপতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

দুর্নীতি প্রতিরোধের সভাপতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:১১ ২০ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদমদীঘি থানার পশ্চিম পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আফতাব আলী বাবু আদমদীঘি শিবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। সে ভিকটিমের পাশের বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, রাতে ওই গৃহবধূ নিজেই আদমদীঘি থানায় মামলা করেন। আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে।

মামলার সূত্রানুযায়ী, আদমদীঘি থানার পশ্চিমের একটি বাসায় ওই গৃহবধূ স্বামীসহ বসবাস করতেন। শুক্রবার দুপুরে ওই গৃহবধূ আফতাব আলী বাবুর বাসায় ফ্রিজে রেখে আসা মাছ নিতে যান। এ সময় আসামি আফতাব আলী বাবু তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর চিৎকার করায় আশপাশের লোকজন তাকে ওই বাসা থেকে তাকে উদ্ধার করে।

ডেইলি বাংলাদেশ/জেএস