Alexa দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

মেহেরপুর প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২২ ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:২৩ ২৫ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তিনি আরো বলেন, কাজের বিলম্ব যেখানে দুর্নীতি সেখানেই। কোনো ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এর আয়োজন করা হয়।

এ সময় তিনি আরো বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে যাতে প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এর মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ন কবীর প্রমুখ।

প্রসঙ্গত, ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর