Alexa দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি  

দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি  

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৯ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:০৪ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শনিবার দুপুরে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ভারতের মু্ম্বাইয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শাবানার সঙ্গে ছিলেন স্বামী জাভেদ আখতারও। তবে তিনি তেমন আঘাত পাননি বলে জানা গেছে।   

বিকেল তখন ৩.৩০। মু্ম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল শাবানার গাড়ি। সেই একই গাড়িতে ছিলেন জাভেদও। হঠাৎই সজোরে ধাক্কা মারে এক ট্রাক। যার জেরে মুহূর্তের মধ্যে অভিনেত্রীর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে বসে থাকা শাবানার মুখের একাধিক অংশ থেকে গলগল করে রক্ত বেরুতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে মুখের একাধিক অংশে ক্ষত হয়েছে বলেও জানা গেছে। 

দুর্ঘটনা ঘটা মাত্রই আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন অভিনেত্রীকে। পিছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী এবং জাভেদ আখতার।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ/এমএইচ/মাহাদী