Alexa দুর্ঘটনার পরও উদয়ন এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রী বহন

দুর্ঘটনার পরও উদয়ন এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রী বহন

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২২ ১২ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বসবায় দুর্ঘটনার পর উদয়ন এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রামগামী ট্রেনটি ১৬টি বগি নিয়ে সিলেট ছেড়েছিলো। তখন ৬২২টি আসনের বিপরীতে যাত্রী ছিল সাতশ’র বেশি। দুর্ঘটনার পরও ট্রেনটিতে যাত্রী ছিল সাত শতাধিক।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান।

তিনি জানান, উদয়নের ১৬টি কোচে আসন রয়েছে ৬২২টি। দুর্ঘটনার সময় যাত্রী ছিলেন ৭০৩ জন। দুর্ঘটনায় হতাহত বেশিরভাগ যাত্রীই উদয়ন এক্সপ্রেসের।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুর্ণা নিশীথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস’র সংঘর্ষের ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

ডেইলি বাংলাদেশ/এআর