Alexa দুর্গন্ধ সন্ধান দিলো নিখোঁজ ছেলের 

দুর্গন্ধ সন্ধান দিলো নিখোঁজ ছেলের 

সুনামগঞ্জ প্রতিনিধি    ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৩ ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২০:৪৭ ৮ ডিসেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

দুর্গন্ধ সন্ধান দিলো নিখোঁজ ছেলের। নিখোঁজের দুই দিন পর গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ছেলেকে উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জের দিরাইয়ে এ ঘটনা ঘটে। রোববার দুপুর ২টায় পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকার আব্দুল হাসিম মিয়ার ঘর থেকে সোহাগ মিয়ার মরদেহ উদ্ধার করে দিরাই থানা পুলিশ।

সে শাল্লা উপজেলার শশারকান্দা গ্রামের খোকন মিয়ার ছেলে। নিহত সোহাগের মা রুকেনা বেগম দুই ছেলে সন্তান নিয়ে বাবা আব্দুল হাসিমের বাড়িতে বসবাস করতেন। 

গত শুক্রবার বেলা ৩টার দিকে মাঠে খেলায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি সোহাগ। অনেক খোঁজাখুঁজির পর পরদিন শনিবার ছেলে হারানোর সংবাদ জানিয়ে দিরাই থানায় জিডি করেন রুকেনা বেগম। রোববার বেলা ১টার দিকে ঘরের সঙ্গে থাকা খড়কুটো রাখার বারান্দা ঘর থেকে দুর্গন্ধ বের হলে দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু সোহাগের লাশ ঝুলছে।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান,খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ