Alexa দুপুরে সাকিব-তামিমদের সঙ্গে বসবে বিসিবি

দুপুরে সাকিব-তামিমদের সঙ্গে বসবে বিসিবি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৯ ২২ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানে বোর্ড পরিচালকদের নিয়ে জরুরি সভা ডেকেছে বিসিবি। মঙ্গলবার সকালে এ সভা ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই মিটিং শেষে বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে বলে জানা গেছে। পরিচালকবৃন্দের সভা শেষে দুপুরে টাইগারদের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তারা। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

দিন কয়েক পরেই ভারত সিরিজের জন্য উড়াল দেয়ার কথা ছিল ক্রিকেটারদের। তার আগে আকস্মিক ধর্মঘটে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিবি। ক্রিকেটারদের দাবির পক্ষেই ভোট দিয়েছেন সবাই। ফলে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বিসিবি। বোর্ড তাদের বিপক্ষে নয় বলেই প্রাথমিকভাবে জানানো হয়েছে। 

এরইমধ্যে ক্রিকেটারদের প্রথম দাবি মেনে নিয়ে পদত্যাগ করেছেন কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ১১ দফা দাবি জানান। সবার মূল বক্তব্য ছিল, দেশের ক্রিকেট ঠিক মতো চলছে না। তাদের দাবি-দাওয়া পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ