Alexa দুটি সংস্করণে সারফেস ল্যাপটপ ৩ আনছে মাইক্রোসফট

দুটি সংস্করণে সারফেস ল্যাপটপ ৩ আনছে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৮ ৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:৩১ ৩ অক্টোবর ২০১৯

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাইক্রোসফট দুটি সংস্করণে বাজারে আনছে সারফেস ল্যাপটপ ৩। ল্যাপটপ দুটির সংস্করণে রয়েছে ১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চির টাচ ডিসপ্লে।

এই ল্যাপটপ দুটিতে রয়েছে দশম প্রজন্মের কোয়াড কোর ১০ ন্যানোমিটারের ইন্টেল সিপিইউ। এর সঙ্গে আছে এডিএমের তৈরি রাইজেন সারফেস এডিশনের গ্রাফিক্স চিপ। এই চিপ ম্যাকবুক এয়ারের চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী।

এছাড়া ল্যাপটপ দুটির অ্যাস্পেক্ট রেশিও হবে ৩:২। আরো থাকছে ১৫ ইঞ্চি মডেলে ৩২ জিবি র‌্যাম ও ১৩.৫ ইঞ্চি মডেলে ১৬ জিবি র‌্যাম।

চারটি রংয়ে সারফেস ল্যাপটপ ৩ পাওয়া যাবে। এগুলো হলো- কালো, সিলভার, সোনালী ও নীল। এছাড়া ল্যাপটপ দুটিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় এক ঘণ্টাই ৮০ শতাংশ চার্জ হবে।

জানা গেছে, ১৩.৫ ইঞ্চি সংস্করণটির দাম ৯৯৯ ডলার (৮৩,৯১৬ টাকা) এবং ১৫ ইঞ্চি সংস্করণের দাম  ১১৯৯ ডলার (১,০০,৭১৬ টাকা) থেকে শুরু হয়েছে।

এরই মধ্যে সারফেস ল্যাপটপ ৩ এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে। তথ্যসূত্র- দ্য ভার্জ

ডেইলি বাংলাদেশ/অরিন/জেডআর