Alexa দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:২২ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:১০ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দত্তপাড়া ইউপির বকুলতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস উত্তর জয়পুর ইউপির উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে। ধারণা করা হচ্ছে ওই যুবক কোনো একটি বাহিনীর সদস্য। তবে জড়িত সন্ত্রাসী বাহিনীগুলোর নাম জানাতে পারেনি পুলিশ। 

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রাতে বকুলতলা এলাকায় গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে এ বন্দুকযুদ্ধ ঘটেছে। এ সময় যেকোনো এক বাহিনীর সদস্য ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ