Alexa দুই বাল্যবিয়ে পণ্ড, এক লাখ টাকা জরিমানা

দুই বাল্যবিয়ে পণ্ড, এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২২ ২২ অক্টোবর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাল্যবিয়ে পণ্ড করে দিয়ে বর ও কনে পক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার তরফপুর ও মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানি এলাকায় ২টি বাল্য বিয়ের ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, তরফপুর ইউপির তরফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আসিফ একই ইউপির ছিটমামুদপুর গ্রামের ছহিম মিয়ার মেয়ের সঙ্গে বিয়ের দিন ধার্য করা হয়। একই দিনে পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামের বাবলু দেওয়ানের ছেলে রাকিব দেওয়ানের সঙ্গে ছিটমামুদপুর গ্রামের মান্নান মিয়ার মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনে পক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবে না এই মর্মে মুচলেকা দেন।

তিনি বলেন, সচেতনতাই পারে আমাদের সমাজকে বাল্যবিয়ে মুক্ত করতে। এজন্য বাল্যবিয়ে রোধে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ