দীর্ঘদিনের কাঙ্খিত বিদ্যুৎ পেল পদ্মা চরের মানুষ
শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৩৬ ১৫ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীবেষ্টিত চরআত্রা এবং নওপাড়া ইউপির এক হাজার পরিবার পেয়েছে বিদ্যুৎ। এতে তাদের দীর্ঘদিনের আশা পূর্ণতা লাভ করেছে।
শনিবার দুপুরে চরআত্রা আজিজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম।
জানা গেছে, পদ্মার চর দুর্গম হওয়ার কারণে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পরবতীর্তে দুটি ইউপিসহ ভেদরগঞ্জ, জাজিরা উপজেলার কুন্ডেরচর, কাঁচিকাটা ইউপি এবং চাঁদপুর জেলার তিনটি ইউপির প্রায় ২০ হাজার পরিবার এ বিদ্যুৎ সুবিধা পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা তার ঘোষণা বাস্তবায়ন করছি।
উদ্বোধন অনুষ্ঠানে শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার। এছাড়া জেলার এসপি এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আরইবি ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল আবেদীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/জেডআর