Alexa দিবা-রাত্রির টেস্ট শুরুর সময়ই জানেনা বিসিবি! 

দিবা-রাত্রির টেস্ট শুরুর সময়ই জানেনা বিসিবি! 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩১ ২১ নভেম্বর ২০১৯  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বহুল আকাঙ্ক্ষিত ভারত সফরের শেষ প্রান্তে এসে পৌঁছেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ নিয়েই সবার আগ্রহ ও উৎসাহ এখন তুঙ্গে। সময়সূচী সহ খুঁটিনাটি অনেককিছুই ক্রিকেটভক্তদের নখদর্পণে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইট দেখলে যে কেউ ভাবতেই পারেন, এমন ম্যাচের সময়সূচী জানেনা খোদ ক্রিকেট বোর্ড!

বলতে গেলে বাংলাদেশ-ভারত সিরিজের সবচেয়ে আলোচিত ম্যাচের অপেক্ষায় আছে দুই দল। এ ম্যাচের মধ্য দিয়েই দিবা-রাত্রির টেস্টের যুগে একসঙ্গে অভিষেক হচ্ছে বাংলাদেশ ও ভারতের। ফলে দুই দেশের ক্রিকেটভক্তদের কাছে অন্যরকম গুরুত্ব পাচ্ছে গোলাপি টেস্ট।

ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ওয়েবসাইটে ঢুকে দেখা যায় দিবা রাত্রির টেস্ট ম্যাচ শুরু হবে সকাল দশটায়। অথচ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এমন ঘটনা দেখে দেশের ক্রিকেটের যেকোনো ভক্ত হতাশ হতেই পারেন। 

একটি দেশের ক্রিকেট বোর্ডের মূল ওয়েবসাইট সেদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে। ফলে বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশের বোর্ডের ওয়েবসাইটে এমন ভুল অনেককেই আশাহত করেছে। 
 

ডেইলি বাংলাদেশ/এএল