Alexa দিনাজপুরে সড়কে ঝরলো ভ্যানচালকের প্রাণ

দিনাজপুরে সড়কে ঝরলো ভ্যানচালকের প্রাণ

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৪৪ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর-চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক সিরাজুল ইসলাম উপজেলার আব্দুলপুর ইউপির সুখদেব পুর গ্রামের বাসিন্দা।

রোববার সকাল ৮টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে চিরিরবন্দর ঘুঘুড়াতলী যাচ্ছিল। এ সময় হাজির মোড় এলাকার তেল পাম্পের সামনে এসে পৌঁছালে একটি ইটবোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার রায় জানান, ট্রাক্টরটি হেফাজতে নেয়া গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/আরএম