Alexa দিনাজপুরে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

দিনাজপুরে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৩ ৭ ডিসেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুর পৌর এলাকার মুদিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন বিরল উপজেলার চককাঞ্চন এলাকার ফয়জার রহমানের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুপুরে মুদিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় দোতলা থেকে পড়ে গুরুতর আহত হন আক্তার। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর