Alexa দিনাজপুরে ওসির স্ট্যান্ড রিলিজ, অ্যাডিশনাল এসপির বদলি

দিনাজপুরে ওসির স্ট্যান্ড রিলিজ, অ্যাডিশনাল এসপির বদলি

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:১৯ ৩০ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়া দিনাজপুরের অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) সুশান্ত সরকারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের এসপি সৈয়দ আবু সায়েম।

এসপি সায়েম বলেন, কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিমকে তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) বদলির আদেশ জারি করা হয়েছে মর্মে চিঠি এসেছে। তাকে পার্বত্য চট্টগ্রামে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) সুশান্ত সরকারের সাধারণ বদলি হয়ে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যোগদানের কথা বলা হয়েছে। তবে কি কারণে দুই পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে এর কোনো ব্যাখ্যা জানাতে পারেননি তিনি।

ডেইলি বাংলাদেশ/এমআর