Alexa দিনাজপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

দিনাজপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৮ ৭ ডিসেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- সদর উপজেলার নুনাই গ্রামের ছইদুর রহমানের ছেলে মো. ছামাদ ও খোরশেদ আলমের ছেলে মো. সারোয়ার হোসেন। শুক্রবার রাতে ৩৫০ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের সদস্যরা জানায়, সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউপির মুরাদপুর বিদ্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি করছেন- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় ৩৫০ ইয়াবাসহ ছামাদ ও সারোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়গ্রাম ভাতখৈরের আমর আলীর ছেলে মফিজুর রহমান ও মোফাজ্জল হোসেনের ছেলে মো. মোরছালিন দুই প্যাকেট হেরোইন ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক দুইজনসহ চারজনের নামে মামলা করেছেন গোয়েন্দা পুলিশের এসআই সাইফুল ইসলাম। দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম