Alexa দালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী

দালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৭ ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ১৫:৩৬ ২৫ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি -২০১৬ এর অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বক্তব্য দেন- পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি -২০১৬ এর অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বক্তব্য দেন- পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দালালের খপ্পরে পড়ে কেউ বিদেশে যাবেন না। বিদেশে গিয়ে প্রতারণার শিকার যেন কেউ না হন সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেন তিনি। 

রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, দেশের প্রতিটি অর্জনের পেছনে প্রবাসীদের অবদান অনেক। তাই তাদের সুবিধার্থে সরকার কর্তৃক প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজের জন্য যারা বিদেশে যেতে চান, তাদের রেজিস্ট্রেশনের জন্যে সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার গঠন করা হয়েছে। তারপরও অনেকে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। অনেক সময়ে নারীরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/এসআর