Alexa দাম বাড়ালেন শাহিদ কাপুর, কীসের জানেন?

দাম বাড়ালেন শাহিদ কাপুর, কীসের জানেন?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:০৫ ১২ জুলাই ২০১৯  

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

আপাতত সাফল্যের শীর্ষে শাহিদ কাপুর! অন্তত এমনটাই মনে করছেন তার অনুরাগীরা। কেননা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘কবীর সিং’। এ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে সিনে মহলে। শুধু তাই নয়, বক্স অফিসে ইতোমধ্যেই ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আর তারপরই নাকি নিজের দাম বাড়িয়ে দিয়েছেন এ অভিনেতা। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, এতদিন পর্যন্ত প্রতি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন শাহিদ। ‘কবীর সিং’ এর সাফল্যের পর তা নাকি এক ধাক্কায় পাঁচ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ শাহিদের এখনকার পারিশ্রমিক নাকি ৩৫ কোটি টাকা।

পারিশ্রমিকের বিচারে বলি ইন্ডাস্ট্রিতে এখন নাকি শাহিদ প্রথম সারিতে। শোনা যায়, সালমান খানের পারিশ্রমিক ৬০ কোটি টাকা। অন্যদিকে অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা প্রতি ছবির জন্য নাকি ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এই তালিকায় নাকি রয়েছে রণবীর কাপুরের নামও।

ডেইলি বাংলাদেশ/টিএএস