Alexa দাঁড়ানো ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

দাঁড়ানো ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৭ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে দাঁড়ানো ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় রাজন ইসলাম নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ইটাখলা হাইওয়ে পুলিশের এএসআই জসীম উদ্দিন জানান, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো ছিল। রাত ৩টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক মহাসড়কের পাশে থাকা অপর ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে এবং সিলেটগামী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকের ভেতর থেকে হেলপার রাজন ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ