Alexa দরপতনের শীর্ষ দশ

দরপতনের শীর্ষ দশ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২০ ১৫ মে ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের  চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ৪০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন ৩৯৯ বারে ৪ লাখ ৯৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল। এর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ১ হাজার ৫৪০ বারে ১৩ লাখ ৬১ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৪ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমেছে। এর শেয়ার সর্বশেষ ৫৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৯ বারে ৬৭ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৪৫ হাজার টাকা।

এ  তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- ফার্স্ট ফিন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, একমি ল্যাবরেটরিজ, আরএন স্পিনিং, ব্র্যাক ব্যাংক ও সায়হাম টেক্স।

ডেইলি বাংলাদেশ/এসএস