Alexa দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৯

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:১৭ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিকেরও বেশি লোক।

বুধবার দেশটির আবিই অঞ্চলে সুদানি রাখাল সম্প্রদায় মিসেরিয়া ও ডিঙ্কা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ও জাতিসংঘের শান্তি মিশন জানিয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের শান্তি মিশন জানায়, মিসেরিয়া সম্প্রদায়ের লোকজনই প্রথমে হামলা চালায়। এতে নারী-শিশুসহ অন্তত ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

তবে সংঘর্ষের ঘটনায় হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুত্র: আল-জাজিরা

ডেইলি বাংলাদেশ/মাহাদী