Alexa দক্ষিণ এশিয়ার স্পিকার সম্মেলনে যাচ্ছেন শিরীন শারমিন

দক্ষিণ এশিয়ার স্পিকার সম্মেলনে যাচ্ছেন শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪৯ ১৮ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং মালদ্বীপ পার্লামেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে চর্তুথ দক্ষিণ এশিয়ার স্পিকার সম্মেলন। এতে যোগ দেবেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এ সম্মেলন চলবে ১ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সংসদের ইন্টার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
    
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য চতুর্থ দক্ষিণ এশীয় স্পিকারদের শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার স্পিকার/ডেপুটি স্পিকাররা অংশ নেবেন। বাংলাদেশের স্পিকারের সফরসঙ্গী হিসেবে এমপি ও সংসদের কর্মকর্তারাও থাকবেন। 

ডেইলি বাংলাদেশ/এমআরকে