Alexa দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী টর্নেডোর আঘাত নিহত ২

দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী টর্নেডোর আঘাত নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:১৬ ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:২৩ ১৪ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে শক্তিশালী টর্নেডোর আঘাতে দু’জন নিহত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু বাড়ি-ঘর। 

বুধবার দেশটির কাওয়াজুলু-নাটাল প্রদেশের নিউ হ্যানোভার শহরে টর্নেডোটি আঘাত হানে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলে প্রদেশের একটি অংশে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস নিয়ে শক্তিশালী টাইফুনটি আঘাত হানে। টাইফুনের আঘাতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া বেশকিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদিকে অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। দক্ষিণ আফিকার কিছু অঞ্চলে বর্তমানে চলছে ভয়াবহ খরা। এর মধ্যে এই টর্নেডোর আঘাতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

ডেইলি বাংলাদেশ/মাহাদী