Alexa দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৩ ১৫ মার্চ ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ব্লূমফন্টেইনের পাশ্ববর্তী শহর ভেপেনারে ফারুক শেখ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। গত মঙ্গলবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

ফারুক শেখ মাদারীপুর জেলার রাজৈর থানার মজুমদার কান্দির তবারক শেখের ছেলে। ভেপেনারের মামুন নামের এক বাংলাদেশি ব্যবসায়ী জানিয়েছেন, ফারুক শেখ দোকান বন্ধের কিছুক্ষণ পর স্থানীয় একজন নিয়মিত ক্রেতা মাল ক্রয়ের জন্য দোকানে এলে তিনি দোকানের পেছনের দরজা খোলার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওৎ পেতে থাকা ডাকাত দল তার উপর আক্রমণ করে, এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে ওই ক্রেতাকে সন্দেহভাজন হিসেবে আটক করলে তার দেয়া স্বীকারোক্তিতে আরো দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা জানিয়েছে তারা এ ডাকাতি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দোকান থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় ১৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে ১৫জন ডাকাতের হাতে, ৩ জন হৃদরোগে এবং একজন লিভার জনিত কারণে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে