Alexa ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৯ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কাঁঠাল ইউপির ধলাইমান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল হক আলম একই গ্রামের শামসুদ্দিন তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই ফেরদৌস আহমেদ জানান, দুপুরে নিজ বাড়ির পুকুড় পাড়ে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন জহিরুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর