Alexa তিনঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কামারখন্দে ট্রেনের ইঞ্জিন বিকল 

তিনঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৩ ২৮ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় তিনঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেন উপজেলার ঝাঐল টেকআপ পয়েন্ট থেকে ১০০মিটার অতিক্রম করলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

পরে জামতৈল রেল রেলওয়ে স্টেশনে থেকে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তর করার পর সকাল ১১টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস